বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। তার আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে ভারতের সহ-অধিনায়ক আজিঙ্ক রাহানে জানালেন, পিঙ্ক বলে দলের প্রস্তুতি ভালো হয়েছে এবং প্রথম টেস্টের আগে দল হিসেবে তারা আত্মবিশ্বাসী।
ইশান্ত শর্মা না থাকলেও বুমরা, শামি এবং বাকিরা যে বিপক্ষের ২০ উইকেট তোলার জন্য তৈরি তা জানাতেও ভুললেন না তিনি। তিনি বলেন, ইশান্তের অভাব অবশ্যই অনুভব করব কিন্তু উমেশ, সিরাজ, সাইনি এবং বুমরা ও শামি আছে। এরা প্রত্যেকেই ভালো বোলার, অনেক অভিজ্ঞ এবং জানে এই পরিবেশে কি করে বল করতে হয়।
ঋদ্ধিমান সাহা ও ঋষভ পান্থের মধ্যে কে খেলবেন তা নিয়ে খোলসা করে কিছু বললেন না তিনি। তিনি বলেন, বুধবার দিন দলের শেষ অনুশীলন হওয়ার পরই প্রথম এগারো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহানে জানান, এখনও মাঝে একদিন রয়েছে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে। বুধবার অনুশীলনের পরেই প্রথম এগারো নিয়ে সিদ্ধান্ত হবে। তবে প্রত্যেকেই ভালো ক্রিকেটার তাই যে খেলুন মূল লক্ষ্য থাকবে ভারতকে জেতানো।
বিডী-প্রতিদিন/আব্দুল্লাহ