বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হবে বর্ডার-গাভাসকার ট্রফি। সিরিজ শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট দিয়ে। গতবার অজিদের মাঠে টিম ইন্ডিয়া সিরিজ জিতেছিল। এবার সিরিজ শুরুর আগেই হুঙ্কার ছাড়লেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রীতিমতো হুমকির সুরে ল্যাঙ্গার বলেছেন, ‘ভারত মাঠে নামুক একবার। দেখে নেওয়া যাবে ওখানেই।’ গতবার যে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার হীন অস্ট্রেলিয়া দলকে পেয়ে ভারত জিতে ফিরেছে তা স্মরণ করিয়ে দিয়ে ল্যাঙ্গার বলেন, ‘এবার আমাদের অভিজ্ঞ দল, সিনিয়র খেলোয়াড়রা ফিরে এসেছে। ভারতের বিরুদ্ধে মাঠে নামতে তর সইছে না।’
দিবারাতের টেস্ট বেশি খেলা অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাঠে যে সেটা বাড়তি সুবিধা তা বলাই বাহুল্য। তবে তা মানতে রাজি নন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘বড় খেলোয়াড়রা যে কোনও পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। বলের রঙ সাদা হোক বা লাল বা গোলাপি- বড় দল এবং খেলোয়াড়দের খুব অসুবিধা হবে না।’
ল্যাঙ্গার মনে করিয়ে দিয়েছেন গোলাপি বলে ভারত শুধু বাংলাদেশের বিরুদ্ধেই খেলেনি, অস্ট্রেলিয়ার মাটিতেও অনুশীলন ম্যাচ খেলেছে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া পাবে না ওয়ার্নারকে। ওপেনিং জুটি নিয়ে তাদের যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা জানিয়ে দিয়েছেন কোচ ল্যাঙ্গার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ