করোনাভাইরাসের কারণে চলতি বছরে এ পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৮টি টেস্ট ম্যাচ। এসব ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে ২০২০ সালের সেরা টেস্ট একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন।
তবে গেল বছরের ১১ ডিসেম্বর ২০১৯ থেকে ১১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মাঠে গড়ানো ২৩টি টেস্ট ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে উইজডেন। এর ভিত্তিতে বাছাই করা সেরা টেস্ট একাদশে জায়গা হয়নি বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের।
সেরা একাদশের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। এছাড়া উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে কুইন্টন ডি কককে। ওপেনার হিসেবে থাকছেন ইংল্যান্ডের ডম সিবলি ও পাকিস্তানের শান মাসুদ। মিডলঅর্ডারে উইলিয়ামসনের সঙ্গে আছেন বাবর আজম ও মার্নাস লাবুশেইন।
সেরা একাদশের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। এছাড়া উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে কুইন্টন ডি কককে। ওপেনার হিসেবে থাকছেন ইংল্যান্ডের ডম সিবলি ও পাকিস্তানের শান মাসুদ। মিডলঅর্ডারে উইলিয়ামসনের সঙ্গে আছেন বাবর আজম ও মার্নাস লাবুশেইন।
এ একাদশে স্মিথ ও কোহলির না থাকার কারণ বিবেচিত সময়ে তাদের পারফরমেন্স। ১১ ডিসেম্বর ২০১৯ থেকে ১১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সময়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন স্মিথ, নামের পাশে নেই কোনো সেঞ্চুরি। এই ৩ ম্যাচের পাঁচ ইনিংসে ৪২.৮০ গড়ে মাত্র ২১৪ রান করেছেন স্মিথ।
অন্যদিকে এ সময়ের মধ্যে বিরাট কোহলি খেলেছেন মাত্র চার টেস্ট। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি মাত্র ১৯ রানের। সবমিলিয়ে ৯.৫০ গড়ে ৩৮ রানের বেশি করতে পারেননি কোহলি। ফলে এই একাদশে জায়গা হয়নি তার। এছাড়াও উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি কোন ভারতীয় ক্রিকেটারের।
উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশ
ডম সিবলি (ইংল্যান্ড), শান মাসুদ (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), বাবর আজম (পাকিস্তান), মার্নাস লাবুশেইন (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন