ইউরোপ সার্কিটের বিভিন্ন টেবল টেনিস প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন এক টেবল টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে।
অট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নিউক্যাসল থেকে। বেটিংয়ের সঙ্গে জড়িত সেই ব্যক্তির নাম জানায়নি পুলিশ। কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই ব্যক্তির নাম অ্যাডাম গ্রিন। প্রাক্তন টেবল টেনিস খেলোয়াড় তিনি।
ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইউক্রেনে অনুষ্ঠিত টেবল টেনিস প্রতিযোগিতায় বেটিং হয়। চলতি বছরের গোড়ার দিকে বেটিংয়ের কথা জানানো হয়েছিল পুলিশকে। সেই মতো নিউ সাউথ ওয়েলস স্টেট ক্রাইম কম্যান্ডের গোয়েন্দারা অস্ট্রেলিয়ার ৭টি বিভিন্ন অঞ্চলে তদন্ত চালান।
সেই সময়ে ধরা হয় গ্রিনকে। প্রচুর অর্থ, ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এই গ্রিনের কাছে বিভিন্ন প্রতিযোগিতার খবরাখবর থাকত। সেই মতো তিনি টেবল টেনিস ম্যাচ ফিক্সড করতেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ