গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত (বিপিএল) প্রিমিয়ার লিগ ফুটবল খেলা আজ বুধবার বিকাল ৩টায় শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
২০২০-২১ প্রিমিয়ার লিগের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লি:। গাজীপুরে এই প্রথম উৎসবমুখর পরিবেশে (বিপিএল) ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াবিদ ও বিভিন্নস্তরের লোকজন টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে জড়ো হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন