প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সাক্ষী থাকা হয়নি বিরাট কোহলির। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে কোহলির সামনে।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলতে নামছে ভারত। কোভিড-১৯ পরিস্থিতির পর এটাই ভারতের মাটিতে প্রথম আন্তর্ডাতিক ক্রিকেট সিরিজ। গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি কোহলি বাহিনী। গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফর ছিল বিরাটদের কোভিড-১৯ পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ।
চার টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চেন্নাইয়ের চিপকে। পরের দু’টি টেস্ট হবে আমদাবাদের বিশ্বের সবচেয়ে বড় দশর্কাসন বিশিষ্ট স্টেডিয়াম মাতারায়। এই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ডে-নাইট। যা ভারতের দেশের মাটিতে দ্বিতীয় দিবারাতের টেস্ট। ভারত প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছিল ঘরের মাঠে ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ঘরের মাঠে বিরাটদের দ্বিতীয় ডে-নাইট টেস্ট।
ইংল্যান্ড সিরিজে একাধিক রেকর্ডের সামনে বিরাট কোহলি। তার ক্যারিয়ারে ইতিমধ্যেই একাধিক রেকর্ড নিজের দখলে করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ধোনি ও ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে। চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ঘরের মাঠে সর্বাধিক টেস্ট জয়ের নিরিখে ধোনিকে টপকে যাবেন বিরাট।
ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ২১টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে ধোনির দখলে। আর অধিনায়ক হিসেবে কোহলি জিতেছেন ২০টি টেস্ট। সুতরাং চার টেস্টের সিরিজে দু’টি টেস্ট জিতলেই ধোনিকে টপকে নতুন রেকর্ড গড়বেন বিরাট। চিপকে প্রথম দু’টি টেস্টেই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছেন কোহলির সামনে।
পাশাপাশি সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের। মাত্র ১৪ রান করলেই কিংবদন্ত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে টপকে যাবেন ক্যাপ্টেন কোহলি। টেস্ট ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত বিরাটের ঝুলিতে রয়েছে ৫,২২০ রান। ইংল্যান্ড সিরিজে মাত্র ১৪ রান করলেই ক্যাপ্টেন হিসেবে বিশ্বের মধ্যে সর্বাধিক রান করার ক্ষেত্রে চার নম্বরে উঠে আসবেন কোহলি।
ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক টেস্ট রান করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ। তার দখলে রয়েছেন ৮,৬৫৯ রান। দুই নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যালান বর্ডার। কিংবদন্তি এই অজি ব্যাটসম্যানের সংগ্রহে রয়েছে ৬,৬২৩ রান। তিন নম্বরে রয়েছেন আরেক সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং (৬,৫৪২)।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ