চট্টগ্রাম টেস্টে লম্বা ইনিংস খেলতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। সাদমান ইসলামের ফিফটি উদযাপন দেখার কিছুক্ষণ পর বিদায় নেন তিনি। তবে সাদমানও নিজের ইনিংসটা বড় করতে পারেননি। ১৫৪ বল খেলে ৫৯ রানে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ'র শিকার হন তিনি।
এর আগে, ব্যক্তিগত ২৬ রান করে ওয়ারিকানের বলেই শর্ট মিড উইকেটে জন ক্যাম্পবেলের হাতে ধরা পড়েন মুমিনুল। তার ৯৭ বলের ইনিংসে ছিল ২ চার। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়লেন মুমিনুল।
সকালে টস জিতে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে স্বাগতিকরা। কেমার রোচের বলে বোল্ড হন তামিম ইকবাল। ব্যক্তিগত ৯ ও দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় ৬৬ রানে দিায় নেন নাজমুল হোসেন শান্ত। ৫৮ বলে ২৫ রান করে রান আউটের শিকান হন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ