করোনায় জর্জরিত ২০২০ সালে একটাও সেঞ্চুরি করেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সালে অভিষেক হওয়ার পর এই প্রথম কোহলি একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পাননি ২০২০ সালে। তবে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে আর একটা সেঞ্চুরি করতে পারলেই বিশ্বরেকর্ড গড়বেন বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে সেঞ্চুরির সংখ্যায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি এক আসনে। দুইজনেরই সেঞ্চুরির সংখ্যা বর্তমানে ৪১। ৩২৪ ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি করেছেন রিকি পন্টিং। অন্যদিকে, বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে এখন পর্যন্ত ১৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে চারটি টেস্ট, পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচে খেলতে পারবেন ক্যাপ্টেন কোহলি। আর এই সিরিজে মাত্র একটি সেঞ্চুরি করতে পারলেই রিকি পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়বেন বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ