শিরোনাম
২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৫৩

চীনে ক্রিকেটকে কী বলা হয়, জানালেন এক চীনা ক্রিকেটার! (ভিডিও)

অনলাইন ডেস্ক

চীনে ক্রিকেটকে কী বলা হয়, জানালেন এক চীনা ক্রিকেটার! (ভিডিও)

ঝাং ইফেং

পাকিস্তান সুপার লিগে খেলতে এসেছেন তিনি। তাকে ঘিরেই যেন সব আকর্ষণ। এমনিতে পিএসএলে তারকার ছড়াছড়ি। তবে সব কিছু ছাপিয়ে তিনিই যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন চীনা ক্রিকেটার ঝাং। ঝাং এবার পিএসএলে পেশাওয়ার জাল্মির হয়ে খেলছেন। পিএসএলের ষষ্ঠ মৌসুমে চীনের ক্রিকেটার ঝাং ইফেংকে দেখতে ভিড় করছেন দর্শকরা। 

সেই ঝাংয়ের একটি পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে প্রশ্ন করছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ তাকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি ছিল, চীনে ক্রিকেটকে কী নামে ডাকা হয়? সেই ভিডিও অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক শেয়ার করেছেন। রমিজ রাজা প্রথমে দর্শকদের সঙ্গে চীনের ক্রিকেটার ঝাংয়ের পরিচয় করান। তার পরই তার কাছে জানতে চান, চিনে ক্রিকেটকে কী নামে ডাকা হয়? ঝাং তখন জানান, চীনে ক্রিকেটকে 'বানছো' (Baancho) নামে ডাকা হয়।

রামিজ রাজা এমন নাম শুনে প্রথমে অবাক হয়ে যান। তিনি আরও একবার তার কাছে নামটা জানতে চান। ঝাং হেসে আরও একবার উত্তর দেন। আসলে অন্য অনেক ধরণের খেলায় চীনের ক্রীড়াবিদরা অংশ নেন। তবে ক্রিকেটে চীনাদের তেমন দাপট দেখা যায় না। তাই পিএসএলে চিনা ক্রিকেটারকে নিয়ে কৌতুহল রয়েছে। ঝাং চীনের হয়ে ক্রিকেট খেলেন। তিনি চীনের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন। তিনি অলরাউন্ডার। তিনি চীনের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকটি ম্য়াচে দুরন্ত পারফরম্যান্স করেছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর