পাল্লেকেলেতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা একাদশেও এসেছে এক পরিবর্তন।
এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। সিরিজের এটিই শেষ টেস্ট। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে।
বাংলাদেশ
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা