সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পিএসজিতেই থেকে গেল। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকবেন তিনি বলে গতকাল শুক্রবার নেইমারের সঙ্গে চুক্তির খবরটি পিএসজি-র পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
নেইমার ক্লাবের ওয়েবসাইটে উল্লেখ করেছেন, পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে আমি খুবই খুশি। এই দলের ফুটবলারদের সঙ্গে খেলে, কোচেদের প্রশিক্ষণে থেকে, ক্লাবের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকতে পেরে, আমি সত্যিই গর্বিত।
উল্লেখ্য, ২৯ বছরের নেইমার গত তিন বছরে পিএসজি-র হয়ে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন। সেই সঙ্গে লিগ ওয়ান খেতাব-সহ বেশ কয়েকটি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলেছেন নেইমাররা।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক