ম্যাচের দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের বলে আউট হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার মারুমানি। অফ স্টাম্পের বাইরের বল তুল খেলতে গিয়ে সৌম্য সরকারের কাছে ক্যাচ তুলে দেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার ৪ বলে এক উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান।
এর আগে, তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টসে হেরে যায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচ শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়।
বিডি প্রতিদিন/এমআই