আবারও ব্যর্থ বিরাট কোহলি। ৬৩০ দিন ভারত অধিনায়কের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ব্যাটে রান পেলেন না কোহলি। ইংলিশ পেসার স্যাম কারানের বলে আউট হলেন ব্যক্তিগত ২০ রানে। প্রথম ইনিংসে করেছিলেন ৪২ রান।
টানা ৬ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে। টেস্ট, ওয়ান, টি-টোয়েন্টি সব বিভাগেই ব্যর্থ তিনি। চূড়ান্ত অফ ফর্মে বিরাট কোহলি। এত বাজে অবস্থায় এর আগে কখনও দেখা যায়নি ভারত অধিনায়ককে। ২০১৯ সালে ইডেনে ভারত-বাংলাদেশ দিবা-রাতের টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। তারপর যে কোনও ফরম্যাটে রান করলেও কখনও সেঞ্চুরি পাননি বিরাট।
তবে লর্ডস টেস্ট আরও একটা কারণে সমস্যায় ফেলতে পারে বিরাট কোহলিকে। জেমস অ্যান্ডারসনের সঙ্গে এদিন বিতর্কে জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক। কোহলির কথা তা স্পষ্ট শোনা যায় উইকেটের অডিও মাইকে। যার জেরে হয়তো বড় জরিমানার মুখেও পড়তে হতে পারে বিরাট কোহলিকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত