আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতিও। রবিবার দেশটির রাজধানী কাবুল দখলে নেওয়ার পর আতঙ্কিত জনপদে পরিণত হয়েছে পুরো নগরী। এরই মধ্যে আফগানিস্তান ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।
এদিকে ক্রিকেটার রশিদ খান তার পরিবার নিয়ে চিন্তিত। এখনও আফগানিস্তান থেকে বের হতে পারেননি তারা। রশিদ খান এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলছেন। কিন্তু তার মন পড়ে আছে দেশে। কেভিন পিটারসেনের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রশিদ খান।
পরবর্তীতে পিটারসেন স্কাই স্পোর্টিসে বলেন, ‘রশিদ খানের দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমাদের লম্বা আলাপ হলো। সে চিন্তিত। কারণ তার পরিবার এখনও আফগানিস্তান থেকে বের হতে পারেনি। কঠিন সময় কাটছে তার।’
‘সবকিছু ভুলে মাঠে নামা, চাপের পরিস্থিতিতে ম্যাচ জেতানো পারফরম্যান্স করা এবং নেতিবাচক খবরগুলো এড়িয়ে গিয়ে পারফর্ম করা কঠিন কাজ। আমি মনে করি দ্য হান্ড্রেড টু্র্নামেন্টের সবচেয়ে হৃদয়গ্রাহী গল্প হয়ে থাকবে এমন ঘটনা।’ – যোগ করেন পিটারসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ