ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে দু'জন স্পেশালিস্ট কনসালট্যান্ট নিয়োগ দিয়েছে। তাদের একজন দেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান জেপি ডুমিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য একদম উপযুক্ত জেপি। খেলোয়াড় হিসেবে তার রেকর্ডই কথা বলে এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দক্ষতা বাড়াবেন তিনি।’
দক্ষিণ আফ্রিকার ব্যাকরুম স্টাফ হিসেবে আছেন প্রধান কোচ মার্ক বাউচার, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ডট, ফিল্ডিং কোচ জাস্টিন ওনটং, ডুমিনি ও স্যামন্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ