শিরোনাম
২০ অক্টোবর, ২০২১ ১২:৫৪

শচীনের পর এবার শিশু সাদিদের বোলিংয়ে মুগ্ধ শেন ওয়ার্ন

অনলাইন ডেস্ক

শচীনের পর এবার শিশু সাদিদের বোলিংয়ে মুগ্ধ শেন ওয়ার্ন

ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের পর এবার বাংলাদেশের বরিশালের ক্ষুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদের বোলিংয়ে মুগ্ধ খোদ লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।

এর আগে ক্ষুদে সাদিদের বোলিং নৈপুণ্য নিজের ভেরিফায়েড টুইটারে পোস্ট করেছেন শচীন। এবার ৬ বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বোলিং দেখে চুপ থাকতে পারলেন না ওয়ার্নার। সাদিদের বোলিংয়ের ভিডিও কারও মাধ্যম থেকে পেয়ে নিজের মুগ্ধতা লুকোতে পারেননি তিনি।

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে সাদিদের বোলিংয়ের ভিডিও আপলোড করে সাবেক এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

শেন ওয়ার্ন লিখেছেন, ‘ওয়াও! এই ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে। কত ভালো (বোলিং)। সে কে? অসাধারণ। নিজের কাজ (বোলিং) চালিয়ে যাও।’

এর আগে নিজের ভেরিফায়েড টুইটারে সাদিদের বোলিংয়ের ভিডিও ক্লিপ শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন, ‘ওয়াও। রিসিভড্ দিস ভিডিও ফ্রম এ ফ্রেন্ড। ইটস ব্রিলিয়ান্ট। দি লাভ এন্ড পেশেনস দিস লিটল বয় হ্যাজ ফর দি গেম ইজ এভিডেন্ট’। এতে নানা আশাব্যাঞ্জক মন্তব্য করেছেন রশীদ খানসহ বিশ্বের আরও কয়েকজন খ্যাতনামা ক্রিকেটার। মূলত শচীনের টুইটের পরই সাদিদের বোলিং নৈপুণ্য নিয়ে হৈ-চৈ শুরু হয় ক্রিকেট দুনিয়ায়।

মাত্র ৩ বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি বাড়তি আকর্ষণ সাদিদের। করোনাকালে বদ্ধজীবনে নিজ বাড়ির আঙিনায় নিজের ভাগ্নে সাদিদকে ঝালিয়ে নেন মামা সিরাজুল ইসলাম শুভ। একই রিস্টে লেগ স্পিন এবং গুগলি বল করে ব্যাটসম্যানদের একের পর এক বোকা বানাচ্ছেন ক্ষুদে সাদিদ। ব্যাটিংও করেন মারকুটে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর