আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে টানা ১২ বার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে স্পেন। ঘরের মাঠে সুইডেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিখের দল।
বদলি হিসেবে নামা আলভারো মোরাতা ম্যাচের ৮৬ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন। এই ম্যাচে ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত হতো স্পেনের।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেল স্প্যানিশরা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন।
বিশ্বকাপ নিশ্চিত করতে হলে সুইডেনকে প্লে-অফে লড়তে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা