২ ডিসেম্বর, ২০২১ ২০:৩৭

ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে ২৭৯ রানে এগিয়ে লঙ্কানরা

অনলাইন ডেস্ক

ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে ২৭৯ রানে এগিয়ে লঙ্কানরা

মিডল-অর্ডার ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভার অনবদ্য সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ২ উইকেট হাতে নিয়ে ২৭৯ রানে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। 

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩২৮ রান করেছে শ্রীলঙ্কা। এতে লিড পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় টার্গেট দেয়ার পথে লংকানরা। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২০৪ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ রান করেছিল। 

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৪৬ রান করেছিলো শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২১ ও চারিথ আসালঙ্কা ৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। 

চতুর্থ দিন আসালঙ্কা ১৯ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে ধনাঞ্জয়ার সাথে ৭৮ রানের জুটি গড়েন নিশাঙ্কা। ৪টি চারে ৬৬ রানে থামেন নিশাঙ্কা। 

শ্রীলঙ্কার পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও, এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া। তবে ২২১ রানে অষ্টম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। নবম উইকেটে লোয়ার অর্ডার ব্যাটার লাসিথ এম্বুলদেনিয়ার সাথে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়েন ধনঞ্জয়া। এতে দিন শেষে শক্ত অবস্থানে চলে যায় শ্রীলঙ্কা। 

১৫৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ধনাঞ্জয়া। তার ২৫৯ বলের ইনিংসে ১১টি চার ও ২৬টি ছক্কা ছিল। ১১০ বলে ২৫ রানের ছোট ইনিংস হলেও দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন এম্বুলদেনিয়া। ওয়েস্ট ইন্ডিজের ভেরাসামি পারমল ৩টি, রোস্টন চেজ ২টি ও অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১টি উইকেট নেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর