আপাতত রাসেল ডোমিঙ্গোই বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় করে ডমিঙ্গোকে হেড কোচের দায়িত্ব দেয় বিসিবি। তার সঙ্গে বোর্ডের প্রাথমিকভাবে চুক্তি ছিল ২ বছরের।
গত বছরের নভেম্বরে রাসেল ডমিঙ্গোকে বাদ দেওয়ার গুঞ্জন উঠেছিল। নিউজিল্যান্ড সিরিজের পর নতুন থেকে জানিয়েছে বিসিবি। জালাল ইউনুস জানান, এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু হেড কোচ নেই (বিকল্প)। যেহেতু বিকল্প হেড কোচ নেই এবং ডোমিঙ্গোর সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে, সেহেতু তাকেই চালিয়ে নিচ্ছি।’