ডেনিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড ও ডেনমার্ক ম্যাচ চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই জ্ঞান হারান। এরপর চলে গিয়েছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার বেঁচে ফেরাটাই ছিল বড় বিস্ময়। বুকে কৃত্রিম যন্ত্র লাগিয়ে ফেরেন সুস্থ হয়ে। অবশেষে ২৫৯ দিন পর মাঠে ফিরলেন ‘মৃত্যুঞ্জয়ী’ এরিসকেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রেন্টফোর্ড মুখোমুখি হয় নিউক্যাসেল ইউনাইটেডের। সবার চোখ ছিল ব্রেন্টফোর্ডের এরিকসেনের দিকে। ৫২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে সাবেক টটেনহ্যাম তারকাকে মাঠে নামান কোচ টমাস ফ্রাঙ্ক।
মাঠে নামার পর চারবার কর্নার নিতে গেছেন এরিকসেন। প্রতিবারই ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে হাজির দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন তাকে।
যদিও ফেরার দিনটা রাঙাতে এরিকসেন। তিনি বদলি হিসেবে নামার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দল, শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ