দ্য এয়ারথিংস মাস্টার্সে বিশ্বের নাম্বার ওয়ান দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিলেন ভারতের ১৬ বছরের দাবাড়ু প্রজ্ঞানন্দ। তবে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ম্যাগনাসই চ্যাম্পিয়ন হয়েছেন।
টানা ৫ বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন নরওয়ের ৩১ বছর বয়সী দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এয়ারথিংসের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন রাশিয়ার প্রতিযোগী ইয়ান নেপোমিনিয়াশচিকে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইয়ানকে হারিয়ে দিয়েছিলেন ম্যাগনাস কার্লসেন।
টুর্নামেন্টের শুরুর দিকে ম্যাগনাস কার্লসেন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। তবে নকআউট স্টেজে দুর্দান্ত খেলেছেন। ফাইনালের বিষয়ে ম্যাগনাস কার্লসেন জানান, ‘আমার মনে হয় আমি টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে আমি আরও ভালো খেলছিলাম। সেটাই যথেষ্ট ছিল। আমি ইতিবাচকভাবে খেলতে পেরেছি।’
ইয়ান নেপোমিনিয়াশচি
টুর্নামেন্টের শুরুতে ১৬ প্রতিযোগীর মধ্যে শীর্ষে ছিলেন ইয়ান নেপোমিনিয়াশচি। কিন্তু ফাইনালে আবারও হেরেছেন ম্যাগনাস কার্লসেনের কাছে। প্রতিদ্বন্দ্বী নেপোর প্রশংসা করে কার্লসেন জানান, ‘দিনটা তার জন্য ছিল না।’
সূত্র : চেজ টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ফারজানা