রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রতি তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনকে অন্যরকম সমর্থন জানালেন রবার্ট লেভান্ডভস্কি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামটি ইউক্রেনের পতাকা নীল ও হলুদ রঙে রাঙিয়ে অন্যরকম সমর্থন দিলো।
এদিনই বিবৃতিতে ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসন নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ফিফা দ্য বেস্ট খেতাব জেতা লেভান্ডভস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ