কুড়িগ্রামে ১২টি দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও লীগ কমিটির আহবায়ক মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
উদ্বোধনী খেলায় টসে জিতে রেনেসা ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। জবাবে স্পন্দন ক্রিকেট ক্লাব ৩৭ দশমিক ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রানে গুটিয়ে যায়। খেলায় রেনেসা ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৬২ রান ও প্রতিপক্ষ দলের ৩ উইকেট ছিনিয়ে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাসেল।
বিডি প্রতিদিন/হিমেল