আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ জিতলেই হোয়াইটওয়াশ। এমন হাতছানি যখন তামিম ইকবালদের সামনে, তখন মরিয়া হয়েই খেলতে নামার কথা টাইগারদের। তামিম, সাকিব, মুশফিক, লিটন, মুস্তাফিজ, মিরাজরা আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া হয়েই খেলবেন। কিন্তু এই খেলতে নামা আফগানিস্তানকে হোয়াইটওয়াশের টার্গেটে নয়, ১০ পয়েন্ট পেতে। আজ জিতলেই পয়েন্ট তালিকায় বাংলাদেশের পাশে লেখা হবে আরও ১০ পয়েন্ট। এই জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।
তবে এই ম্যাচে একাদশে খানিক পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তার অভিষেক ঘটে, তাহলে সাইড বেঞ্চে বসতে হতে পারে ইয়াসির আলি রাব্বিকে। আবার পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে এবাদত হোসেনকেও খেলানো হতে পারে। তবে এক ম্যাচে দুই জনকে অভিষেক করানোর ঝুঁকি হয়তো নিতে চাইবে না টিম ম্যানেজম্যান্ট। এর বাইরে আর কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুব কম।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি/মাহমুদুল হাসান জয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম/এবাদত হোসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ