হাসপাতালে ঈশান কিষান। গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাথায় চোট লাগার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গেছে, হিমাচল প্রদেশের কাংরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটারকে।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. শুভম জানান, আমি ভারতীয় দলের সঙ্গে যুক্ত। আমি জানতে পেরেছি মাথায় আঘাত পাওয়ার পর ভারতীয় দলের একজন ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট ক্রিকেটারের সিটি স্ক্যান হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এছাড়াও তিনি আরও জানান, দ্বিতীয় টি-২০ ম্যাচে বুড়ো আঙুলে চোট পাওয়ার পর শ্রীলঙ্কার একজন ক্রিকেটারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন লাহিরু কুমারার বলে মাথায় চোট পান ঈশান কিষান। লঙ্কার পেসারের একটি বাউন্সার সরাসরি গিয়ে লাগে ঈশানের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজিওসহ চিকিৎসক। মাঠেই ঈশান কিষানের কনকাশন পরীক্ষা নেওয়া হয়। এরপর আবার ক্রিজে ফিরে যান ভারতের উইকেটকিপার ব্যাটার।
কিন্তু মাথায় আঘাত পাওয়ার পর থেকেই অস্বস্তিতে ছিলেন ঈশান। ঘটনার এক ওভার পরে লাহিরুর বলেই ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে ঈশান কিষানকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ