প্রথম দুই ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ জিতলেই হোয়াইটওয়াশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
তবে ব্যাট হাতে পুরোপুরি এলোমেলো টিম বাংলাদেশ। আফগানদের বিপক্ষে একাই লড়তে থাকা টাইগার ওপেনার লিটন দাসও তুলে নিতে পারলেন না টানা দ্বিতীয় সেঞ্চুরি। ব্যক্তিগত ৮৬ রানে আত্মঘাতী এক শট খেলে বসলেন লিটন।
মোহাম্মদ নাবিকে স্লগ সুইপ করতে গিয়ে বল ভাসিয়ে দিলেন বাতাসে। লংঅন থেকে দৌড়ে এসে গুলবাদিন নাইব নিলেন ক্যাচ। ১১৩ বলে ৭ বাউন্ডারিতে গড়া লিটনের ৮৬ রানের ঝকঝকে ইনিংসটা থামলো তাতেই। আরও বিপদে পড়লো বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ