আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেন মায়াঙ্ক আগরওয়াল। ২০১৮ সাল থেকে প্রীতি জিনিতার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ে থাকা মায়াঙ্ক আসন্ন আইপিএলে সামলাবেন গুরুদায়িত্ব। আজ সোমবার টুইট করে এই ঘোষণা করে দিল পাঞ্জাব।
টিম ইন্ডিয়ার টপ অর্ডার এই ব্যাটার পা গলালেন কেএল রাহুলের ফেলে আসা জুতায়। রাহুলকে প্রীতির দল এই মৌসুমে আর রিটেইন করেনি। ১২ কোটি টাকায় থেকে যাওয়া মায়াঙ্ক গত মৌসুমে রাহুলের অনুপস্থিতিতে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার আগে ছিলেন ভাইস-ক্যাপ্টেনও। এবার তিনি পূর্ণ দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক।
আইপিএলে এবার ১০ দলকে ভাগ করা হয়েছে দুইটি গ্রুপে। দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন টিম রয়েছে-
গ্রুপ এ: মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গ্রুপ বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ