ব্যাটিং বিপর্যয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ। তবে টাইগাররা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল আগেই।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯২ রানে থামে। জবাবে ৩ উইকেট হারিয়ে এবং ৫৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
বাংলাদেশে পক্ষে আজও ব্যাটিংয়ে হাল ধরেছিলেন লিটন দাস। তার ৮৬ রানের অনবদ্য ইনিংসে মোটামুটি রান তুলতে পারে টাইগাররা। তবে তামিম ইকবাল আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ। ২৫ বল খেলে করেন ১১ রান।
এছাড়া সাকিব আল হাসান আউট হয়েছেন ৩০ রান করে। মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ছিলেন ২৯ রানে। আর বাকিরা কেউ দুই অঙ্কের ঘর টপকাতে পারেননি।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানরা উদ্বোধনী জুটিতেই জয়ের ভীত গড়ে দেয়। ১৫.৩ ওভারে ৭৯ রান যোগ করে দলটির ওপেনাররা। রিয়াজ হাসানকে আউট করে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। ৪৯ বলে ৩৫ রান করেন রিয়াজ।
রহমত শাহ ৪৭ করে মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন। হাসমতউল্লাহ শহীদিকে ফেরান মিরাজ। তবে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে জীবন পেয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রহমতউল্লাহ গুরবাজ। ১১০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি।
১০ ওভার বল করে তিন উইকেট নিয়েছেন রশিদ খান এবং ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী। আর বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান পেয়েছেন দুই উইকেট এবং সাকিব পেয়েছেন একটি।
বিডি প্রতিদিন/এমআই