ইউক্রেনের প্রতি সহমর্মিতার অংশ হিসেবে অদূর ভবিষ্যতে রাশিয়ার বিপক্ষে কোনো ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
গতকাল রবিবার এক বিবৃতিতে এ কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন (এফএ)।
বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের প্রতি সংহতি জানাচ্ছি। একই সঙ্গে রাশিয়ার নেতৃত্বে চলমান নৃশংসতার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এফএ নিশ্চিত করছে যে, আমরা অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আন্তর্জাতিক সূচিতে খেলব না। যেকোনো পর্যায়ের ফুটবলে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
এর আগে একই সিদ্ধান্ত নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক।
সূত্র : এএফপি, এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ