ইংলিশ ক্লাব চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ ইউক্রেনের অনুরোধে রাশিয়ার সাথে শান্তি আলোচনায় সহায়তা করছেন। এমনটাই জানিয়েছেন, আব্রামোভিচের এক মুখপাত্র।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত করছি সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়ে আব্রামোভিচের সাথে ইউক্রেনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। আর আব্রামোভিচও তার সাধ্যমতো চেষ্টা করছেন।’
ইউক্রেনে রুশ সেনা অভিযানের প্রতিবাদে চেলসির মালিকের দায়িত্ব থেকে রুশ ধনকুবের আব্রামোভিচকে সরিয়ে দেয়ার দাবি উঠেছিলো।
সূত্র: ইনডিপেন্ডেন্ট
বিডি প্রতিদিন/নাজমুল