গেল বছরটা দারুণ ফর্মে কাটিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ভেঙে দিয়েছেন এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
তবে মোহাম্মদ রিজওয়ানের পারফরমেন্সের পাশাপাশি বালিশপ্রীতি নিয়ে কম আলোচনা হয়নি। তিনি যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। এবার তারই দেশে ‘বালিশ’কে সঙ্গী বানিয়ে নিয়ে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
গতকাল রবিবার দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখেছে অজিরা। ইসলামাবাদ এয়ারপোর্ট থেকে কঠোর নিরাপত্তায় তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়। হোটেলে পৌঁছে টিম বাস থেকে নামার পর স্মিথের বগলের নিচে চাপা দেওয়া অবস্থায় ‘বালিশ’ সদৃশ একটি বস্তুর দেখা পাওয়া যায়। হোটেলের লবিতেও একই দৃশ্য দেখা গেছে।
তবে স্মিথের এই বালিশ প্রসঙ্গে এখনো কিছু বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন