ক্যানসারের চিকিৎসার জন্যই ফের হাসপাতালে ভর্তি হলেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সোমবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল থেকে এক বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে। তবে হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে পেলের মলাশয়ের টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। সেসময় মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ