২৩ মে, ২০২২ ০১:৩২

লিভারপুলের এক পয়েন্টের আক্ষেপ, চ্যাম্পিয়ন ম্যানসিটি

অনলাইন ডেস্ক

লিভারপুলের এক পয়েন্টের আক্ষেপ, চ্যাম্পিয়ন ম্যানসিটি

সংগৃহীত ছবি

দীর্ঘ ৯ মাসের হাড্ডাহাড্ডি লড়াই, শিরোপা জয়ের দৌড়ে সেয়ানে সেয়ানে টক্কর, সবই যেন হাইওয়াই মিঠা! রোমাঞ্চের শেষ দিনে শেষ হাসি হাসলো সিটিজেনরা, অলরেডরদের চোখে জল। 

এক ম্যাচে, নির্দিষ্ট করে বললে শেষ ৪৫ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে এতদিনের সব চেষ্টা তখন বিফলে যাওয়ার শঙ্কায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে একটি গোলের অপেক্ষায় লিভারপুল। তবে পাঁচ মিনিটের নাটকীয়তা, বদলে গেল সব। ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক মহকাব্য লিখলো সিটিজেনরা, জয় তুলে নিয়ে উৎসবে মাতল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে রবিবারের খেলায় অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সিটি।

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পর ইলকাই গিনদোয়ানের নৈপুণ্যে ব্যবধান কমায় তারা। পরক্ষণে সমতা টানেন রদ্রি। এর পরপরই গিনদোয়ানের দ্বিতীয় গোলে শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় সিটির।

আরেক ম্যাচে, অ্যানফিল্ডে একই সময়ে শুরু হওয়া ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ আক্রমণাত্মক ফুটবলে দ্রুতই ঘুরে দাঁড়ায় লিভারপুল। অনেক অপেক্ষার শেষ দিকে জয়সূচক গোলের দেখাও পায় তারা; কিন্তু ৩-১ গোলে জয়ের পরও আরও একবার শিরোপার হাতছোঁয়া দূরত্ব থেকেই খালি হাতে ফিরতে হলো তাদের।

৩৮ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল ম্যানচেস্টার সিটি। ২৮ জয় ও আট ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯২। এক পয়েন্টের আক্ষেপ নিয়ে লিভারপুলের আরেক মৌসুমের অপেক্ষা। যদিও এখন লিভারপুলের চোখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর