বাবার অসুস্থতার কারণে ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের মাঝপথেই দেশে ফিরে গেলেন পাকিস্তানের তরুণ ডানহাতি পেসার নাসিম শাহ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য গ্লুস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নাসিম। কিন্তু কাঁধের ইনজুরিতে সেটি পুরো খেলতে পারেননি তিনি। এবার পারিবারিক কারণে ভাইটিলিটি ব্লাস্টের মাঝেও ছেঁদ পড়লো ১৯ বছর বয়সী এ পেসারের।
দেশে ফেরার আগে ভাইটালিটি ব্লাস্টে তিনটি ম্যাচ খেলেছেন নাসিম। যেখানে ১১ ওভার বোলিং করে ১০০ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। গ্লুস্টারশায়ার কর্তৃপক্ষের আশা পারিবারিক সংকট কাটিয়ে শিগগির দলের সঙ্গে যোগ দেবেন নাসিম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ