শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই একটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আঙুল ভেঙে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার শন অ্যাবট। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার (৭ জুন) এক বিবৃতিতে অ্যাবটের ছিটকে পড়ার কথা জানায়।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন শন অ্যাবট। পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লাল বলের ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি। অনুশীলনের সময় ইনজুরিতে পড়ায় তার আর এই সফরে খেলা হচ্ছে না।
তার বদলি হিসেবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য স্কট বোল্যান্ডকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন বোল্যান্ড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলে খেলোয়াড় সংকট হওয়ায় তাকে আগেই দ্বীপ দেশটিতে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ