পাকিস্তানের জার্সি গায়ে অবশেষে নিজের মাঠ মুলতানে নামার স্বপ্ন পূরণ হচ্ছে ইমাম-উল-হকের। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেটি এই মাঠেই। যে ম্যাচটি ঘিরে ভীষণ রোমাঞ্চিত বাঁহাতি এই ওপেনার।
পাকিস্তান ক্রিকেটের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ইমাম বলেন, ‘আমি সবসময় এখানে চাচ্চুকে (পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক) খেলতে দেখেছি। এই মাঠে আমার প্রথম ম্যাচটি (পাকিস্তানের হয়ে) খেলতে পারব ভেবেই শিহরিত হচ্ছি।’
ইমাম যোগ করেন, ‘আমি এখানে জন্মেছি, এমনকি বাস দিয়ে যখন আসছিলাম, তখনও ছেলেবেলার কথা মনে পড়ছিল। আমার জন্য এটা দারুণ এক মুহূর্ত, মুখিয়ে আছি মাঠে নামতে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ