দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোটের জন্য বাদ পড়েছেন লোকেশ রাহুল। তার বদলে ভারতের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের জন্য বাদ রাহুল। চোটের জন্য বাদ কুলদীপ যাদবও।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ লোকেশ রাহুল। তার বদলে ঋষভ পন্থ নেতৃত্ব দেবেন। রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে ইশান কিষাণ ওপেন করবেন এই সিরিজে। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন এবারের আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই সিরিজ। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১২ জুন। সেই ম্যাচ কটকে। ১৪ জুন তৃতীয় ম্যাচে হবে বিশাখাপত্তনমে। ১৭ জুন রাজকোটে হবে চতুর্থ ম্যাচ। আর শেষ ম্যাচ ১৯ জুন। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ।
বিডি প্রতিদিন/এমআই