হোবার্ট হারিকেন্সের স্ট্র্যাটেজি হেড হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। তিন বছরের জন্য পন্টিং নিয়োগ পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা থাকবে তার।
এই দলটির হয়েই বিগ ব্যাশ লিগ খেলতেন পন্টিং। তবে এখন পর্যন্ত হোবার্ট কোনো শিরোপা জিততে পারেনি। সেই খরা ঘুচাতে অভিজ্ঞ পন্টিংকে যুক্ত করলো দলটি।
হোবার্ট এক বিবৃতি দিয়েছে, ‘পুরুষ হারিকেন্স কর্মসূচির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন পন্টিং, তিনি এখন প্রধান কোচের শূন্য পদ পূরণে প্রার্থী খুঁজবেন এবং পরে নিযুক্ত কোচের সঙ্গে ম্যাচ নিয়ে ও কৌশলগত কাজ করবেন।’
পন্টিং হোবার্টের প্রথম শিরোপা জয়ে আশাবাদী, ‘কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সংশোধন করলে আমি বিশ্বাস করি হারিকেন্সের প্রথম বিবিএল ট্রফি জেতার মতো ভিত আছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ