৩ জুলাই, ২০২২ ১১:৩৩

ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি, ইতিহাস গড়তে যাচ্ছেন মারিয়া

অনলাইন ডেস্ক

ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি, ইতিহাস গড়তে যাচ্ছেন মারিয়া

ইতিহাসের অংশ হতে যাচ্ছেন রেফারি মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি। ইতালিয়ান ফুটবল কাপুতিকে দিয়ে সিরি আ’র ২০২২-২৩ মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবে।

শুক্রবার (১ জুন) ইতালির শীর্ষ লিগের রেফারিং পুলে জায়গা করে নেন কাপুতি। এরই মাধ্যমে প্রথমবারের মতো ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।

গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার আরও বড়পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি কাপুতি।

রেফারিংয়ে কাপুতির ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে; প্রাদেশিক ও আঞ্চলিগ লিগে। ২০১৫ সালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সেরি ডি’তে। ২০২০ সালে সেরি সি’তে ম্যাচ পরিচালনা করেন। একইবছর সেরি বি’তেও এক ম্যাচে রেফারি হিসেবে ছিলেন। এছাড়া উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর