ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ফুটবলারের বয়স ২৯ বছর। তবে তার নাম জানানো হয়নি।
সোমবার ওই ফুটবলারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ বিবিসি স্পোর্টসকে জানিয়েছে, ৪ জুলাই ২০ বছর বয়সী নারীকে ধর্ষণ করার একটি অভিযোগ পুলিশের কাছে আসে।
আর ওই ধর্ষণের ঘটনা ২০২২ সালের জুন মাসে ঘটেছে বলেও জানানো হয়েছে ওই অভিযোগে।
পুলিশ আরও জানায়, ব্যার্নেট থেকে ২৯ বছর বয়সী ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল