৮ আগস্ট, ২০২২ ১০:১৯

এক ইনিংসে মাহমুদুল্লাহর দুই রূপ!

অনলাইন ডেস্ক

এক ইনিংসে মাহমুদুল্লাহর দুই রূপ!

ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে ধীর গতিতে ব্যাটিং করে প্রবল সমালোচিত হয়ে আসছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে ক্রিকেট থেকেও সেই খোলস থেকে বের হতে পারছিলেন না তিনি। তবে রবিবার হারারেতে ৮৪ বলে ৮০ রানের যে ইনিংস খেলেছেন তাতে মাহমুদুল্লাহকে ২২ গজে দুই রূপে পাওয়া গেছে।

শুরুর ব্যাটিং ও শেষের ব্যাটিংয়ে আকাশ-পাতাল পার্থক্য। শুরুর ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ নিশ্চিতভাবে খলনায়ক। শেষের ব্যাটিংয়ে স্রেফ নায়ক। ৮৪ বলে ৩টি করে চার ও ছক্কায় ৮০ রানের ইনিংসে ছিল ৩৭ ডট বল।

মাহমুদুল্লাহর ৪০ ওভার পর্যন্ত রান করেছেন ৫০ বলে ২৭! ফিফটি ছুঁয়েছেন ইনিংসের ৪৭তম ওভারে, ব্যক্তিগত ৬৯ বলে। মূলত ৪৬তম ওভারের পর থেকে মাহমুদুল্লাহ হাত খোলা শুরু করেন। তিন ছক্কার প্রথমটি এসেছে ওই ওভারেই। পেসার ইভান্সকে লং অন দিয়ে উড়ান বিশাল ছক্কা। এরপর ৪৯তম ওভারে জংগুয়েকে এবং শেষ ওভারে নউয়ুচিকে ছক্কা মেরে নিজের রান ও দলের পুঁজি বড় করেন মাহমুদুল্লাহ।

ফিফটির পর ১৫ বলে ৩০ রান তুলে মাহমুদুল্লাহ ফিনিশারের ভূমিকায় লেটার মার্কস পেয়েছেন। কিন্তু শুরুর ঢিলেমী ব্যাটিংয়ে পাশ মার্কসটাও তোলা হয়নি। ২২ গজে দুই মেরুর দুই মাহমুদুল্লাহকেই পাওয়া গেল।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর