ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠছে টি-টোয়েন্টির ফ্রাঞ্চাইজি লিগ। আইপিএল, পিএসএল, বিগব্যাশ, আমিরাত লিগ, সাউথ আফ্রিকা লিগ ও সিপিএল; সবকিছুল শিডিউল সামলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সময় বের করাই আইসিসি’র জন্য কঠিন হয়ে পড়ছে।
বাণিজ্যিক এমন বাহারি লিগের দৌরাত্ম্যে টেস্টসহ ক্রিকেট ঝাপসা হয়ে আসছে বলেই সতর্ক করেছেন ভারতের হয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব।
কপিল বলেন, ‘আমি মনে করে এটা (টেস্ট ক্রিকেট) বিবর্ণ হয়ে গেছে।’ ‘আইসিসির বড় দায়িত্ব কী করে এই খেলাটা রক্ষা করবে। এটা (ক্রিকেট) ইউরোপীয় ফুটবলের পথে হাঁটছে। তারা আর দেশের বিপক্ষে খেলে না। কেবল চার বছরে একবার (বিশ্বকাপের সময়) দেশে দেশে খেলতে দেখা যায়। আমরাও কী সেই পথেই আগাচ্ছি, কেবল বিশ্বকাপেই দেশে দেশে খেলা হবে আর বাকিটা সময় চলবে ক্লাব ক্রিকেট?’
কপিল মনে করেন আইপিএল, বিগব্যাশের মতো কয়েকটা লিগ থাকতে পারে; তবে সব দেশই যদি লিগ আয়োজন করে, তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে আর কোন আন্তর্জাতি ক্রিকেট ম্যাচ হবে না।
বিডি প্রতিদিন/নাজমুল