শত রানের ইনিংস খেলা যেমন ক্রিকেটে এক ভালো লাগার বিষয়, তেমন কোন ফরম্যাটে শততম ম্যাচ খেলাটাও তেমন গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের শততম ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান।
তিন বছর পর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে ফেরা সাকিবের সামনে তাই অপেক্ষা করছে এক অনন্য মাইলফলক।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৫তম খেলোয়াড় হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৮ সালে ২ জুলাই প্রথম খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক।
সাকিব ৯৯ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২০১০ রান। তার গড় ২৩.১০ আর স্ট্রাইকরেট ১২০.৮৬। বল হাতে সাকিব আরও সফল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। এখন পর্যন্ত ১২১ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেট শিকারি।
আফগানিস্তানের বিপক্ষেও পরিসংখ্যানে সাকিব আছেন এগিয়ে।
সবমিলিয়ে বর্তমান সময়ে টি-টোয়েন্টি খেলা অনেকের চেয়ে অভিজ্ঞতা ও পরিসংখ্যানে এগিয়ে সাকিব। তাই আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে সবার চোখ থাকছে সাকিবের দিকেই।
বিডি প্রতিদিন/নাজমুল