৩০ সেপ্টেম্বর, ২০২২ ২১:০০

হৃদরোগে পাকিস্তানি ফাস্ট বোলারের মৃত্যু

অনলাইন ডেস্ক

হৃদরোগে পাকিস্তানি ফাস্ট বোলারের মৃত্যু

শাহজাদ আজম

পাকিস্তানের পেসার শাহজাদ আজম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৬ বছর। 

শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। টুইটারে তিনি লিখেছেন, ‘ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার শাহজাদ আজম হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন।’

বাবর আজমদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলা আজমের উইকেট সংখ্যা ৩৮৮টি। এ ছাড়া লিস্ট এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদের হয়ে খেলতেন তিনি। ২০১৮ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন আজম।

আজমেরর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 

সূত্র : দ্যা নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর