বসুন্ধরা কিংস অ্যারিনায় দামাল ছবির প্রচারণা উপলক্ষে অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব। শনিবার বসুন্ধরা কিংসের ফুটবলার ও অফিসিয়াল, টি-স্পোর্টসের কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধ ও ফুটবল নিয়ে তৈরি করা ছবি দামালের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত দুটি দল এক প্রীতি ফুটবল ম্যাচ খেলে।
লাল ও সবুজ দলের এ লড়াই ১-১ গোলের ড্রতে শেষ হয়। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে খেলতে নামা লাল দলের (বসুন্ধরা কিংস) পক্ষে গোলটি করেন মোরসালীন। টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেকের নেতৃত্বে খেলতে নামা সবুজ দলের (দামাল) পক্ষে সমতাসূচক গোলটি করেন আনিসুর রহমান জিকো।
অ্যারিনার গ্যালারিতে বসে এ ফুটবল উৎসব উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এছাড়াও খেলা উপভোগ করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ আরও অনেকে।
আয়োজিত ফুটবল উৎসবে হাজির হয়েছিলেন খেলা ও চলচ্চিত্র জগতের অনেক তারকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলেছেন সবুজ দলের জার্সিতে। রবসন রবিনহোরা খেলেছেন লাল দলের হয়ে। এই উৎসব উপভোগ করতে এসেছিলেন জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, মোস্তফা সরয়ার ফারুকী, নিপুণ, সুনেরাহ বিনতে কামাল ও হৃদি শেখসহ আরও অনেকে।
তারকাদের সবাই দামাল ছবির সফলতা কামনা করেন। পাশাপাশি তারা খেলাধুলা নিয়ে আরও বেশি ছবি করার প্রয়োজনীতার কথাও বলেন।
দামাল ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম, রাজ, সিয়াম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, সুমিত সেন গুপ্তসহ আরও অনেকে। টি-স্পোর্টস প্রেজেন্টস দামাল ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।
বিডি প্রতিদিন/আরাফাত