আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। আজ শনিবারের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। মোহাম্মদপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শেখ জামাল ৫-২ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
বিজয়ী দলের স্বপন হ্যাটট্রিক, মোহিন ও তানিম ১টি গোল করেন। স্বাধীনতার পক্ষে আনাম ও নাহিদ ব্যবধান কমান। ম্যাচ শেষে শেখ জামালের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। ১০ খেলায় সর্বোচ্চ ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে শেখ জামাল।
বিডি প্রতিদিন/আরাফাত