ইউরোপের শীর্ষ আয় করা ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও নেইমার অন্যতম। তবে তাদের চেয়েও প্যারিস জায়ান্ট পিএসজি থেকে বেশি অর্থ আয় করেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
এবার ফরাসি সংবাদপত্র ‘লা পারিসিয়ান’ জানালো মেসি ও নেইমারের আয়ের খবর।
আর্জেন্টাইন স্ট্রাইকার লিওলেন মেসি পিএসজিতে কর ছাড়াও আয় করেন ৪১ মিলিয়ন ইউরো। সাথে ক্রিপ্টোকারেন্সিতে দেওয়া অংশসহ এবং লয়্যালিটি বোনাসও রয়েছে। তবে মেসি সাইনিং বোনাস পাননি।
ফরাসি না হওয়ার কারণে মেসিকে অবশ্য ৩০ শতাংশের বেশি কর দিতে হয় না। যেখানে ফ্রান্সে ১ লাখ ৬০ হাজার ইউরোর বেশি আয়কারীদের ৪৯ শতাংশ আয়কর দিতে হয়।
মেসির চেয়ে মৌসুম প্রতি ৫ মিলিয়ন ইউরো কম পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার মৌসুম প্রতি কর ছাড়া আয় ৩৬ মিলিয়ন ইউরো। গত বছর ২০২৭ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন নেইমার।
তবে লা প্যারিসিয়ানের দেওয়া তথ্য মতে, এমবাপ্পে বছর প্রতি ৭২ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন পিএসজি থেকে।
সূত্র: মার্কা
বিডি প্রতিদিন/নাজমুল