মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সকাল সাড়ে নয়টায় দুই দলের ম্যাচটি শুরু হয়।
শুরু থেকেই ভারতের বোলাররা করছিলেন দারুণ বোলিং। ব্যাটের কানায় লেগে, এদিক-সেদিক থেকে রান আসছিল। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। শেষ পর্যন্ত জাকির হাসানকে অবশ্য ফিরতেই হলো উদ্বোধনী জুটিতে হাফ সেঞ্চুরি করার আগে। তার বিদায়ের কিছুক্ষণ পরই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন জাকির হাসান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন শান্ত। তিনি ৫৭ বকে ২৪ রান করেন।
ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইয়াসির আলী চৌধুরীর জায়গায় দুই টেস্ট পর দলে ফিরেছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেননি মুমিনুল। ইয়াসিরকে তিনে সুযোগ দিলেও কেবল ৪ ও ৫ রান করেন। ইনজুরির কারণে নেই পেসার ইবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ