দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাই লড়ে গেলেন মুমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামল টাইগাররা। ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে ভারত।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হোসেন। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৫ রানে জাকির ও ২৪ রানে শান্ত আউট হন।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলনেতা সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ১৬। জয়দেব উনাদকাটের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ২৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ২৬ বলে ২৫ রান করেন লিটন কুমার দাস।
এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন মুমিনুল। কিন্তু বেশিক্ষণ মুমিনুলের সঙ্গ দিতে পারেননি মিরাজ। ভারতীয় পেসার উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান মিরাজ-সোহান-তাসকিন। ৫১ বলে ১৫ রানে মিরাজ, ১৩ বলে ৬ রানে সোহান ও ১৬ বলে ১ রান করে তাসকিন।
এদিকে আপনতালে খেলতে থাকা মুমিনুল হক ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮৪ রানে আউট হন। ১৫৪ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও একটি ছয়ে সাজানো। শূন্যরানে আউট খালেদ আহমেদ। আর ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জয়দেব উনাদকাট।
বিডি প্রতিদিন/আরাফাত