২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হয়েছে। এবার মিনি নিলাম হচ্ছে। বসতে না মেগা নিলামের আসর।
শুক্রবার এই নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান তার দলের পারফরম্যান্স নিয়ে ভালো লাগা, খারাপ লাগা ভাগ করে নিয়েছেন রবিন উত্থাপ্পার সঙ্গে। আর সেই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে।
শাহরুখ বলেছেন, ‘আমি কেকেআর ম্যাচ দেখে অনুপ্রাণিত হই, মাঝে মাঝে বিষণ্ণও হয়ে যাই (হাসতে হাসতে বলেছিলেন)। জ্ঞান তো আমি দিতেই পারি। তবে হারের পর আর আমার কিছুই ভালো লাগে না।’
যাইহোক এবার নিলামের পর কেকেআর টিমের অবস্থা কী দাঁড়ায়, তা নিয়ে জল্পনা রয়েছে। শাহরুখ খানের টিমের হাতে কিন্তু খুব বেশি টাকা নেই। কিন্তু জায়গা ফাঁকা রয়েছে এখনো অনেকগুলো। কী স্ট্র্যাটেজিতে তারা টিম গুছিয়ে নেয়, সেটাই দেখার বিষয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ